জিএসসির পোর্টসমাউথ এবং আয়লস অব ওয়াইট কমিটি গঠন

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫ | আপডেট: ১১:১৮:পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫

৬ এপ্রিল রবিবার একটি হল রুমে জিএসসির পোর্টসমাউথ এবং আয়লস অব ওয়াইট কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক জনাব মোতাহির মিয়ার সভাপতিত্বে ও খয়রুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন মিজানুর রহমান। সভায় আহবায়ক কমিটিকে পূর্নাজ্ঞ কমিটিতে রুপান্তর করা হয়।

এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোতাহির মিয়া, আব্দুল মুকিত ও মুসলিম খান। কমিশনারগন কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় কাউন্সিলর আব্দুল কাদিরকে চেয়ারপার্সন, খায়রুল হোসেনকে সাধারন সম্পাদক ও মাহবুব চৌধুরীকে ট্রেজারার করে ৩২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসির কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খছরু খান, সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন এম এ আজিজ, কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের সেক্রেটারী ওয়সমান গণি মনসুর।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়েস্ট মিডল্যান্ড রিজিওনের চেয়ারপার্সন ফখর উদ্দিন, সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার সুফী সুহেল আহমদ, ইস্ট লন্ডন ব্রাঞ্চের চেয়ারপার্সন আব্দুল মালিক কুটি ও ট্রেজারার মোঃ আবুল মিয়া, ওয়েস্ট মিডল্যান্ড রিজিওনের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রশীদ, BWA প্রেসিডেন্ট সাদিকুর রহমান প্রমুখ।

সভায় নব ঘোষিত কমিটি জিএসসি কার্যক্রম গতিশীল করতে রিজিওন এবং কেন্দ্রীয় কমিটির সাথে মিলেমিশে কাজ করবে। কমিটির নেতৃবৃন্দ সকল অর্পিত দায়িত্ব পালনের অংগিকার ব্যক্ত করেন।
সভায় বক্তারা সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্নাজ্ঞ আন্তর্জাতিকরন ও সিলেটকে আলাদা প্রদেশ করার দাবী জানান। বক্তারা গাজায় নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা এবং অনতিবিলম্বে এসকল হত্যাকান্ড বন্ধের লক্ষে বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করেন। বিজ্ঞপ্তি