ইতালিতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে কুটনৈতিকদের সম্মানে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫ | আপডেট: ১১:১৯:পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে ইতালিস্থ বাংলাদেশ দূতাবাস। আড়ম্বর পূর্ণ এই আয়োজনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক, সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তা সহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

দুই দেশের জাতীয় সঙ্গীতের মধ্যে শুরু হয় এই আয়োজন। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয়ের এশিয়া ও ওশেনিয়া ডিভিশনের প্রধান রাষ্ট্রদূত আলেসসান্দ্রা স্কিয়িভো।

আয়োজনের সভাপতিত্ব করেন বাংলাদেশ  দূতাবাসের রাষ্ট্রদূত রকিবুল হক। তিনি অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোঃ ইউনুস এর নেতৃত্ব এ একটি সুখি সমৃদ্ধ ও উন্নয়ন এবং বৈষম্য বিরোধী একটি  বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদান গুলো তুলে ধরেন। এবং বাংলাদেশ ও ইতালির বন্ধুত্ব পূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক উপস্থাপন করেন।

বর্ণাঢ্য এই আয়োজনে ইতালি বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক এবং স্পেস্যাল এসিস্যান্ট ট্যু দ্য চেয়ারপারসন ফরেন এফেয়ার্স এডভাইজার কমিটির সদস্য ঢালি নাসির উদ্দিন এর নেতৃত্বে দলটির শীর্ষ নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। এসময় তিনি একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলেন।

এছাড়াও আয়োজনে সামাজিক, ব্যবসায়িক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় সঞ্চারী‌ সঙ্গীতায়নের শিশু শিল্পীরা দেশাত্মবোধক গান গান ও নৃত্য পরিবেশন করেন।