বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান আর নেই

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫ | আপডেট: ১১:২০:অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সৈয়দপুর আর্দশ কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি সুনামগঞ্জ জেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আতাউর রহমান(৭৮) আর নেই। (ইন্না ল্লিলাহি ওয়া ইন্বা ল্লিলাহি…… রাজিউন)।

আজ শনিবার ভোররাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ রাত সাড়ে আটটায় বাদ এশা সৈয়দপুর ঈশানকোনা হালিছড়া মাঠে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করে গার্ড অব অনার প্রদান করার কথা রয়েছে । মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে সহ অসংখ্য আত্বীয় স্বজন গুনগাহী রেখে গেছেন।