
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে টমটম চালক আহমদ আলীর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শ্রমিক সংগঠন একতা ইজিবাই মালিক ও শ্রমিক সমিতি।
আজ শনিবার উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি রাস্তার মুখে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে
শায়েস্তা মিযার সভাপতিত্বে ও আলি আমজা মামুনের পরিচালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন রুমেন মিয়া, সেলিম আহমদ,বক্তব্য রাখেন শাকিল আহমেদ,মামুন মিযা, তাহমিদ মিয়া, আব্দুল মতিন,প্র্মুখ।
বক্তারা বলেন, শ্রীরামসী গ্রামের টমটম চালক আহমদ আলী ও তার পরিপাকের লোকজনকে ভূমি সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সুমাইয়া বেগম একাধিক হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। একের পর এক মামলায় ঘটনায় দিশেহারা ভুক্তভোগি পরিবার। গত ৯ বছরে ১৬টি মামলা করা হয়েছে তাদের ওপরে। এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, দ্রুত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।