কুলাউড়ার সর্বোচ্চ ইসলামি বিদ্যাপীঠ কর্মধা মাদ্রাসার ৬৪ তম ঐতিহাসিক মহা সম্মেলনের প্রস্তুতি চলছে
প্রতি বছরের ন্যায় এবারও উজ্জাপিত হতে যাচ্ছে কুলাউড়া উপজেলার সর্বোচ্চ ও প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামীয়া কর্মধা টাইটেল মাদ্রাসার ৬৪ তম বার্ষিক ইসলামী মহা সম্মেলন। ১৪ ই ফেব্রুয়ারী ২০২২ ইংরেজী সোমবারের এ সম্মেলনকে সফল করার লক্ষ্যে মাদ্রাসা পরিচালনা কমিটি (মজলিসে আমেলা ও মজলিসে শুরা) বিশেষ পরিকল্পনা গ্রহন করে তা বাস্তবায়নে দিন রাত কাজ করে যাচ্ছেন।
বিগত ৬৩ বছরের ধারাবাহিকতায় এবারও মহতি এ মাহফিলে দেশ এবং বিদেশের বিশিষ্ট ইসলামী বক্তাগন জুহরের নামাজের পর থেকে বয়ান শুরু করবেন। বয়ান চলবে পরদিন ফযর পর্যন্ত।
উল্লেখ্য হাজার হাজার ধর্মপ্রান মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এ ইসলামী মহা সম্মেলন রূপান্তরিত হয় এ উপজেলার বৃহত্তম ইসলামী গনজমায়েতে। শেষ রাতের আহাজারি কান্না আর আল্লাহু আকবারের ধ্বনিতে পুরো এলাকা প্রকম্পিত হয়ে উঠে, পুরো রাত মাহফিল এলাকা জুড়ে সৃষ্টি হয় এক জান্নাতি পরিবেশের। ফযরের নামাজের পর আখেরী মুনাজাতের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে এ মহা সম্মেলনের কর্মসূচীর।