আলী আহমদ, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
দৃষ্টি প্রতিবন্দী চয়ন তালুকদার এবারের এইচএসসি পরীক্ষায় পাশ করেছে। সুনামগঞ্জের জগন্নাথপুর ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিয়ে সে জিপিএ-৩.৯২ পেয়েছে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
জানাযায়, চয়ন জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী হলেও পড়াশোনায় সে অত্যন্ত মনোযোগী ছিল। তার ছোট বোন বৃষ্টি তালুকদারের কাছ থেকে পড়া শুনে শুনে মুখস্থ করে সে শ্রুতি লেখকের মাধ্যমে এইচএসসি পরীক্ষা দিয়েছে। একই সঙ্গে তার ছোট বোন বৃষ্টি তালুকদারও এইচএসসি পাশ করেছে।
চয়ন তালুকদার জানায়, সে অনার্স পড়তে আগ্রহী। কিন্তু জগন্নাথপুর উপজেলায় অনার্স পড়ার সুযোগ না থাকায় খুব দুশ্চিন্তায় আছে সে ।
চয়নের বাবা নিতাই তালুকদার পেশায় একজন প্রান্তিক কৃষক। একই সঙ্গে ছেলে ও মেয়ে এইচএসসি পাশ করায় তিনি খুশি হয়েছেন। তবে ,অভাবের সংসার কিভাবে ছেলে ও মেয়েকে উচ্চ শিক্ষায় দেবেন সে বিষয়টি নিযে চিন্তিত তিনি।
চয়ন জানায়, আর্থিক অভাব অনটনের কারণে শহরে গিয়ে অনার্স পড়ার বিষয ভাবতে পারছে না।
জগন্নাথপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম জানান, চয়ন তালুকদারের পড়ালেখার আগ্রহ দেখে আমরা তাকে শ্রুতি লেখকের ব্যবস্হা করে দেই। সে পাশ করায় খুব ভালো লাগছে।