আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন।
আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) ফাল্গুনের প্রথম দিন ও বিশ্ব ভালোবাসা দিবস। করোনাভাইরাস মহামারির প্রভাব খানিকটা তাল কাটলেও সংস্কৃতিমনা নানা বয়সী শ্রেণী-পেশার মানুষ মেতে উঠবে উৎসবে। বাঙালির মনে চলছে বসন্ত আর ভালোবাসা নিয়ে উৎসব-উদ্দীপনা।
বাংলা পঞ্জিকার একাদশতম মাস ফাল্গুনের প্রথম দিন ও বসন্তের প্রথম দিন আজ। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে ১৪ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন পালিত হয়। ইংরেজি বর্ষপঞ্জির ১৪ ফেব্রুয়ারি দিনটিকে ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয় সারাবিশ্বে। বাংলাদেশ জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ এই দিনকে বরণ করতে জাতীয় বসন্ত উৎসবের আয়োজন করে।
মহামারিকালে অনেক সংগঠন আগের ঐতিহ্য মেনে বসন্ত উৎসবের আয়োজন করলেও একাধিক সংগঠন এই মহামারির কারণে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে আয়োজন থেকে বিরত থাকছে। ভিন্ন চিত্র রয়েছে অনেক সংগঠনেও। বসন্ত বরণকে কেন্দ্র করে সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে।
জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে আজ “বসন্ত উৎসব ১৪২৭” এর আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এদিন সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে এবং বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বসন্তবরণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।