বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। দুপুরে তাকে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালতে হাজির করা হয়।
অবৈধ সম্পদ অর্জনের মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়েছে।
দুদকের আইনজীবি মাহমুদুল হক জানান, প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্য গ্রহণের নির্ধারিত তারিখ আজ। তাই ওসি প্রদীপকে কাশিমপুর কারাগার থেকে চট্টগ্রামে আনা হয়েছে।
প্রসঙ্গত, প্রদীপ দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় গত বছরের ২৬ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। একই বছরের ২০ সেপ্টেম্বর আদালত প্রদীপ ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ক্রোকের নির্দেশ দেন। দুদকের এই মামলায় প্রদীপ গ্রেপ্তার থাকলেও তার স্ত্রী চুমকি কারনকে গ্রেপ্তার করতে পারেনি তদন্ত সংস্থা। প্রদীপ গ্রেপ্তারের পর থেকেই চুমকি পলাতক।