ন্যাশনাল এক্সচেঞ্জ ঢাকা অফিস থেকে “কাস্টমার পুরস্কার”পেলেন শাওন আহমেদ

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২২ | আপডেট: ৮:০৫:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২২

 

মিনহাজ হোসেন ইতালি থেকেঃ  বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি ও আল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য শাওন আহমেদ ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির ঢাকা অফিস থেকে “কাস্টমার পুরস্কার” পেয়েছেন।

শাওন আহমেদ বাংলাদেশে এলে ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান হাজী মো: ইদ্রিস ফরাজীর আমন্ত্রণে তাদের অফিসে গমন করেন। এ সময় কোম্পানির কর্মকর্তারা শাওন আহমেদের হাতে ওই পুরস্কার তুলে দেন। পরে ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান হাজী মো: ইদ্রিস ফরাজীর সাথে দেখা করলে জনাব ফরাজী বৈধ পথে প্রবাসীদের দেশে অর্থ প্রেরণের আহ্বান জানান।

শাওন আহমেদ এ প্রতিনিধিকে জানান, তিনি ওই প্রতিষ্ঠান একজন গ্রাহক। বলেন, প্রবাসীদের অবশ্যই বৈধ পথে দেশের রেমিটেন্স পাঠানো উচিত। এতে করে তারা যেমন উপকৃত হন তেমনি দেশও অর্থনৈতিকভাবে এগিয়ে যায়। হুন্ডি ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে এই সাংবাদিক নেতা বলেন, যারা হুন্ডি ব্যবসার সাথে জড়িত, তারা আর যাই হোক, একজন দেশপ্রেমিক নাগরিক হতে পারে না। হুন্ডি ব্যবসায়ীদের সম্পর্কে প্রবাসীদের সতর্ক থাকারও আহ্বান জানান এই নেতা।