ইতালিতে বৃহত্তর কুমিল্লা সমিতির আয়োজনে শীতকালীন তুষার ভ্রমণ অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২২ | আপডেট: ৪:৫৬:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২২

ইতালি প্রতিনিধি:
বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের উদ‍্যোগে শীতকালীন আনন্দ আয়োজনে তুষার ভ্রমন সম্পন্ন হয়েছে । করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়াতে রবিবার ছুটির দিনে সমিতির সদস‍্যরা পরিবার পরিজন নিয়ে বাস যোগে Lago di alleghe, Belluno তে আনন্দ আর হৈ হুল্লোড়ের মধ‍্যদিয়ে অতিবাহিত করেন । সবাই ক‍্যাবল কারের রোমান্সকর অভিজ্ঞতা নিয়ে সমতল ভূমি থেকে যখন প্রায় দুই হাজার মিটার উপরে উঠেন। চারদিক শুধু সাদা আর সাদা। যেন গোটা এলাকাটাই বরফের সাদা চাদর জড়িয়ে আছে। এক অন‍্যরকম অনুভূতি,অদ্ভুত ভালোলাগা!

 

 

সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শরীফ মৃধা পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মধ‍্য দিয়ে তুষার ভ্রমনের যাত্রা শুরু করেন । সমিতির সাধারন সম্পাদক শাহাদাত হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে আনন্দ আয়োজনের পুরো সময়টাই ছিল আনন্দ উল্লাসে ভরপুর, বরফ কনার সাথে ভ্রমন পিপাসুরা বরফের ম‍ধ‍্যে বাচ্চা সোনামনিদের দৌড়, পুরুষদের ২৫০ মিটার দৌড়, মহিলাদের চোখ বেঁধে লাঠি দিয়ে হাড়ি ভাঙ্গা উপস্থিত সকলের নজর কেড়েছে। শীতকালীন আনন্দ আয়োজন সফল করতে সহযোগিতা করেছেন যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, অর্থ সম্পাদক কবির হোসাইন, আপ‍্যায়ন বিষয়ক সম্পাদক সারোয়ার সরকার, তথ‍্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাজুল ইসলাস সরকার তাজ এবং প্রচার সম্পাদক নূরে আলম প্রমুখ। সবশেষে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং সকলের মাঝে পুরস্কার বিতরনের ম‍ধ‍্য দিয়ে আনন্দ আয়োজনের সফল সমাপ্তি হয়।