সিলেট-চট্রগ্রাম রেললাইনে পাহাড়িকা-উদয়ন এখন নতুন সময়ে

প্রকাশিত: ৪:২৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২২ | আপডেট: ১১:৩৯:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২২

 

স্টাফরিপোটারঃ
আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ১৪ই ফেব্রুয়ারী ২০২২ হতে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯) এবং চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস (৭২৪) এর সময়সূচীতে পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে বর্তমান সময় সকাল ৯ টার পরিবর্তে সকাল ৭ টা ২০ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসছে এবং চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে বর্তমান সময় রাত ৯টা ৪০ মিনিটের পরিবর্তে রাত ৮টা ৩০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসছে।

অর্থাৎ নতুন সূচি অনুযায়ী উভয় ট্রেনের প্রারম্ভিক স্টেশন থেকে ছাড়ার সময় এগিয়ে আনা হয়েছে।

প্রসঙ্গত নতুন সূচি অনুযায়ী সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে কুলাউড়া স্টেশনে পৌঁছাবে বিকাল ৩টায় এবং চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে কুলাউড়া স্টেশনে পৌঁছাবে রাত ১০টায়।

সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস সোমবার বন্ধ থাকবে অপরদিকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস রবিবার বন্ধ থাকবে।