মৌলভীবাজার জেলা পুলিশে অত্যাধুনিক ইকুইপমেন্টসহ ট্যাকটিক্যাল বেল্ট সংযোজন

প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২২ | আপডেট: ৮:১৪:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২২

উন্নত বিশ্বের আদলে বদলে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা পুলিশে সংযোজিত হলো অত্যাধুনিক ইকুইপমেন্ট সহ ট্যাকটিক্যাল বেল্ট।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের তত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশ সুপার কার্যালয়ে ১২ জন পুলিশ সদস্যের মধ্যে  অত্যাধুনিক ইকুইপমেন্টসহ ট্যাকটিক্যাল বেল্ট সংযোজনের মাধ্যমে মৌলভীবাজার জেলা পুলিশের এই আধুনিকায়নের শুভ সূচনা হয়।

 

 

 

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব, এ,বি,এম, মুজাহিদুল ইসলাম পিপিএম, অপরাধ শাখার ইন্সপেক্টর জনাব আব্দুল হাই, ট্রাফিক বিভাগ টিআই এডমিন জনাব মাহফুজ আলম, সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব নব গোপাল দাসসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারবৃন্দ।

পরে আধুনিক ইকুইপমেন্ট সংযোজিত পুলিশ সদস্যদের নিয়ে শহরের প্রেসক্লাবে চত্বরে এক মহড়া অনুষ্ঠিত হয়।

 

 

 

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউর রহমান জানান, জেলা পুলিশে সংযোজিত আধুনিক ইকুইপমেন্ট সমূহের মধ্যে রয়েছে, বডি ওর্ন ক্যামেরা, POS মেশিন, সোল্ডার স্ট্র্যাপ, লেগ হোলস্টার / থাই হোলস্টার, বাকলস, ট্রাফিক সিগনাল লাইট / স্টপ সাইন পচ্ ও ছয় চেম্বারের আধুনিক ট্যাকটিক্যাল বেল্ট, যেখানে থাকবে পিস্তল,  হ্যান্ডকাফ, অতিরিক্ত ম্যাগাজিন, এক্সপেন্ডেবেল ব্যাটন, মোবাইল কাভার উইথ ফ্ল্যাপ, ওয়াটার বোটল পচ্ ও Key হোল্ডিং হুক।

জেলা পুলিশে আধুনিক ইকুইপমেন্ট সংযোজন করে মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয় বলেন, ট্যাকটিক্যাল বেল্টের মূল স্লোগান হলো ‘হ্যান্ডস ফ্রি পুলিশিং’ এতে করে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাত থাকবে সম্পূর্ণ খালি। ফলে বিপদগ্রস্ত মানুষের যে কোনো প্রয়োজনে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দিতে পারবে পুলিশ। আবার অপরাধীকে দ্রুত ঘায়েল করতে ট্যাকটিক্যাল বেল্টে থাকা প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করতে পারবেন অনায়াসেই।
তিনি আরো জানান পর্যায়ক্রমে মৌলভীবাজার জেলার সাতটি থানায় আধুনিক ইকুইপমেন্ট ও ট্যাকটিক্যাল সরবরাহ করা হবে। এতে করে অপারেশনাল ইউনিটসমূহের কাজের গুণগত মান আরো বৃদ্ধি পাবে।