৮ই ফাল্গুন
অধ্যাপক মিসবাহ্ কামাল:
হে অমর একুশে ফেব্রুয়ারী
তোমায় আমারা প্রাণ ভরে স্মরণ করি।
তুমি তো আমার মায়ের ভাষা, প্রাণের ভাষা যেনো বাঙালি জাগরণের রণ তরবারী!
সত্যি কি তোমার নাম একুশে ফেব্রুয়ারী?
তুমি তো আসলে ‘আটই ফাল্গুন’।
এ যে তোমার ইংরেজিতে রাখা ডাক নাম,
যে নামে ডাকলে সবাই তোমাকে চিনে।
যেদিন জ্বলেছিল বাঙালি অন্ধকার থেকে
আলোর পথে আসার দিশারী!
তুমি যে বাংলা আর বাঙালির হৃদয় নিঙড়ানো,
নিঙসারিত ভালো লাগার প্রেমিক ফাগুন।
তুমি একুশ, তোমি আটই ফাল্গুন,
তুমি যে অমর, তোমি অম্লান!
প্রতি ফাল্গুনে আমরা যার অপেক্ষায় থাকি,
তোমার অশ্রু সিক্ত সেই ম্লান হাসি দেখে আমরা ব্যাকুল হয়ে ছুটে যাই শহীদ মিনার; জানাতে হৃদয়ের শ্রদ্ধার্ঘ।
তুমি আমাদের সেই আটই ফাল্গুন, ওরফে একুশে ফেব্রুয়ারী
যে আমাদের মনে এবং দেহের অনু- পরমনুতে একাত্ব হয়ে আছো;
তাইতো তোমাকে প্রাণ ভরে ভালবাসি,
হে আটই ফাল্গুন ।