যদি একটু লজ্জা পাও
জাহেদ লতিফ
হায়েনা শকুন নেকড়ে কুকুর
বাঁদর বিড়াল চিল
জোট বেঁধেছে বাঘের সাথে
নীতির কী যে মিল ।
পুরনো যত ঝগড়া ফ্যাসাদ
সব যে গেলো ভুলে
পণ করেছে থাকবে সবাই
বাঘের ছায়া তলে।
সিংহ রাজার চলন বলন
ঠেকছে না যে ভালো
তা দেখেই আবার যেন
ঐক্যমত্য হলো ।
রাজ এলাকার বিশালতা
কমছে যদিও হালে
সিংহ তবু রাজার হালে
চলছে হেলে দুলে ।
ব্যাঘ্র ব্যটার বড়ই খায়েশ
সুযোগ যদি পায়
সিংহ রাজের খাস এলাকায়
আবার নাক গলায়।
দুর থেকে তাই ব্যাঘ্র মামা
হালুম হুলুম করে
অন্য সবাই তাল মিলিয়ে
লেজটি কেবল নাড়ে ।
সিংহ যখন টের পেলো
ঐ বাঘের ছল চাতুরী
ঝাপিয়ে পরে রক্ষা করলো
হারানো জমিদারী ।
বললো দেখ কেউ আবারও
নাক যদি গলাও
গুড়িয়ে দিব হাড়ের সাথে
নাকের নিশানাও ।
হর হামেশা শিকার ধরে
ছিড়ে ছুঁড়ে খাও
আবার মানবতার ঝান্ডাটাও
তোমরাই ওড়াও ?