রাশিয়া ইউক্রেইন যুদ্ধাবিরাধী বিক্ষোভ সমাবেশে উত্তাল ইতালি, রাশিয়ান দূতাবাসে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি পোপ ফ্রান্সেসকোর

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, মার্চ ২, ২০২২ | আপডেট: ৭:০০:অপরাহ্ণ, মার্চ ২, ২০২২
মিনহাজ হোসেন ইতালি থেকেঃ

ইতালিতে সর্বত্র চলছে রাশিয়ার আগ্রাসন বিরোধী বিক্ষোভ সমাবেশ। রাজধানী রোমে রোববার পিয়াচ্ছা রিপাবলিকায় ইতালিতে বসবাসকারী বিপুল সংখ্যক ইউক্রেনের নাগরিকসহ ইতালিয়রা এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।

 

 

বিক্ষোভকারীরা রাশিয়ার কঠোর সমালোচনা করে বলেন, এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে। এই বিক্ষোভ সমাবেশে এক শিশু তাঁর দেশ নিয়ে উদ্বিগ্ন। স্বজনকে ফোন করেও উত্তর মেলেনি তার। ৯৫ বছরের এক বৃদ্ধা বলেন, যুদ্ধ কোন সমাধান নয়
এদিকে ইতালী সরকার সরাসরি কোন পক্ষ অবলম্বন না করলেও দেশের বিভিন্ন স্থানে ইউক্রেনের জাতীয় পতাকা উত্তোলন করে তাদেরকে সমর্থন জানানো হচ্ছে। তবে ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে ইটালি যাবে না বলে মনে করা হচ্ছে।

 

 

এদিকে পোপ ফ্রান্সিস যুদ্ধ শুরুর সাথে সাথেই তার সমস্ত কর্মসূচি বাতিল করে রাশিয়ার দূতাবাসে চলে যান। সেখানে তিনি অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। রোমের বিক্ষোভ সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে নগরীর বিভিন্ন এ
লাকা প্রদক্ষিণ করেন। এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইতালিতে সমস্ত জিনিস পত্রের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রবাসী বাংলাদেশিরা এতে বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছেন।