মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটো রাশিয়ার সঙ্গে কোনো সংঘাতে যাবে না। শুক্রবার ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরে জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমাদের জোট প্রতিরক্ষার। আমরা কোনো সংঘাতে যাই না। তবে সংঘাত আমাদের ওপর এসে পড়লে আমরা এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকি এবং আমরা ন্যাটো অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষা করব।’
ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘রাতভর আমরা একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার খবর দেখেছি। এই যুদ্ধে এটি একটি কাণ্ডজ্ঞানহীন কাজের নমুনা এবং এই যুদ্ধ শেষ করার গুরুত্ব, রাশিয়ার সেনা প্রত্যাহার এবং সরল বিশ্বাস নিয়ে কূটনৈতিক প্রচেষ্টায় জড়িত হওয়ার গুরুত্বের দিকে ইঙ্গিত দিচ্ছে।’