মহান স্বাধীনতা
=========
হুমায়ূন খালেদ খান
স্বাধীনতা তুমি পূর্ব আকাশের স্বর্ণালী সূর্য ,
স্বাধীনতা তুমি জোৎস্না রাতের পূর্ণিমারই চর্ণ ,
পঁনচাশটি বসন্তে গাঁথা আমাদেরই স্বাধীনতা ।
স্বাধীনতা তুমি লাখও শহিদের রক্তের প্রতিদান ।
লাখও মুক্তির বীরত্বে গাঁথা আমাদের এই স্বাধীনতা ।
হে স্বাধীনতা মহিমান্বিত করেছ পৃথিবীর বুকে বাংলার নাম,
স্বাধীনতা তুমি অসংখ্য জননীর সন্তান হারানো
আর্তনাদ ।
স্বাধীনতা তুমি পৃথিবীর মানচিত্রে এঁকেছ বাংলাদেশের স্হান ।
স্বাধীনতা তুমি করেছ কত ,বীরাঙ্গনাদের স্হান ।
স্বাধীনতা তুমি উদীত করেছ লাল সবুজের পতাকা ।
তোমাকে নিয়ে গর্ব করে লক্ষ কোটি জনতা ।
স্বাধীনতা তুমি উৎজ্জিবিত হবে যুগ যুগ ধরে ।
তুমি যেন থাক প্রতিটি বাংগালির অন্ত:রের অন্ত:স্হলে ।
তাইতো তোমাকে সম্মান জানাই আমরা সকলে ।