পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের আহ্বান জেলেনস্কির

প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২২ | আপডেট: ১০:২৭:পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২২

ইউক্রেনে রুশ অভিযান চলার মধ্যেই প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবারও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। সূত্র: বিবিসি

 

জেলেনস্কি বলেন, তার সঙ্গে পুতিনের বৈঠক ছাড়া এ যুদ্ধ অবসানের ব্যাপারে আলোচনা সম্ভব হবে না।

 

তিনি বলেন, রাশিয়ার দখলকৃত ক্রাইমিয়া, ডনবাস অঞ্চল এবং ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টিসহ ‌‘সব বিষয় নিয়ে’ আলোচনার জন্য তিনি তৈরি আছেন।

 

জেলেনস্কি বলেন, চূড়ান্ত সিদ্ধান্তগুলোকে অবশ্যই একটি গণভোটের মাধ্যমে ইউক্রেনের জনগণের সামনে তুলে ধরতে হবে।

 

এমন এক সময় জেলেনস্কি এ আহ্বান জানালেন যখন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভ্লাদিমির পুতিনের পিঠ দেয়ালে ঠেকে গেছে এবং তিনি হয়তো ইউক্রেনে রাসায়নিক বা জীবাণু অস্ত্র ব্যবহার করতে পারেন।

 

ক্রেমলিন অবশ্য সোমবার বলেছে, এই দুই নেতার মধ্যে সরাসরি বৈঠক হওয়ার মতো অগ্রগতি আলোচনায় এখনো হয়নি।

 

হামলা শুরুর পর থেকে বেশ কয়েকবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা শান্তি আলোচনায় বসেছেন। তবে সেগুলো সফলতার মুখ দেখেনি।