সুনামগঞ্জ ব্যুরো প্রধান:
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে যুবকের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্বাধীন মেম্বারসহ ৯৪ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ এ মামলায় চার্জশিট পর্যন্ত অস্থায়ী জামিনে থাকা ৯৪ জন আসামি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুর রহীম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
সুনামগঞ্জের কোর্ট ইন্সপেক্টর বদরুল আলম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, চার্জশিট পর্যন্ত অস্থায়ী জামিনে থাকা ৯৪ আসামির জামিন নামঞ্জুর করে অভিযোগপত্র গ্রহণ করেছেন বিচারক।
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ মার্চ ফেসবুকে হেফাজত নেতা মামুনুল হককে কটাক্ষ করে স্ট্যাটাসকে কেন্দ্র করে নোয়াগাঁও গ্রামে হামলা চালিয়ে সংখ্যালঘুদের অর্ধশতাধিক ঘরবাড়ি ভাঙচুর করা হয়।
এ ঘটনায় প্রধান আসামি স্থানীয় ইউপি নেতা শহীদুল ইসলাম স্বাধীনসহ ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দেড় হাজার মানুষের বিরুদ্ধে দুটি মামলা হয়। পরে পুলিশ ২টি মামলায় ১৮৬ জনকে আসামি করে অভিযোগপত্র আদালতে দাখিল করেন।