মৌলভীবাজারে বড়লেখায় পারস্পরিক শিখন কর্মসূচির সচিবদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় সফর ও কর্মশালা
মোঃ খালেদ পারভেজ বখশঃ
মৌলভীবাজারের বড়লেখার নিজবাহাদুর ইউনিয়নে পারস্পারিক শিখন কর্মসূচির ইউনিয়নের সচিবদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় (এইচএলপি)প্রাতিষ্ঠানিককরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩১ মার্চ) ইউনিয়ন পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে পারস্পারিক শিখন প্রাতিষ্ঠানিককরণ প্রকল্পের আয়োজনে নিজবাহাদুর ইউনিয়নে সহযোগিতায় কর্মশালায় সভাপতিত্ব করেন নিজবাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ময়নুল হক। প্রধান অতিথি ছিলেন কর্মসূচী ও মূল্যায়ন যুগ্ন সচিব ও বাংলাদেশ পারস্পরিক শিখন কর্মসূচী প্রতিষ্ঠানীকরন প্রকল্প পরিচালক মো. ইসরাত হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়াম্যান শোয়েব আহমেদ,বড়লেখা উপজেলা নিবার্হী অফিসার খন্দকার মোদাচ্ছির বিন আলী।
এসময় গ্রামের মানুষের দুর্ভোগ কমাতে তাদের বিভিন্ন ধরনের হয়রানী থেকে বাচাতে সারা দেশের ২০ টি ইউনিয়নের সচিব নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত। এছাড়াও উপস্থিত ছিলেন পারস্পারিক শিখন প্রাতিষ্ঠানিককরণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মনিকা মিত্র, প্রকল্প সহকারী পরিচালক ইমরামুর রহমান, এনআইএলজি সহকারী পরিচালক মোহাম্মদ মইবুল হোসেন প্রমূখ। কর্মশালায় নিজবাহাদুর ইউনিয়নে সচিব ও ইউনিয়ন পরিষদের সদস্যগন অংশ নেন। কর্মশালায় ইউনিয়ন পরিষদের বাস্তবায়িত প্রকল্প পরিদশন করা হয়। এনিয়ে প্রশ্ন উওর পর্ব হয়।
এ ছাড়া প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ নিজবাহাদুরপুর ইউনিয়নে স্হাপিত সৌর বিদ্যুৎ প্রকল্পটি ঘুরে দেখেন। উক্ত প্রকল্পটি ২০১৯-২০২০ অর্থবছরে এল.জি.এস.পি-৩ থেকে মোট ১লাখ ২০হাজার টাকা ব্যয়ে এ প্রকল্পটি গ্রহন করা হয়।
এ প্রকল্পটি চালু করার ফলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকে। এতে নিরবিচ্ছিন্ন পাবলিক সার্ভিস প্রদান সম্ভব হয়। বিদ্যুৎ অপচয় রোধ হয়। সময়ের কাজ সময়ে শেষ করা সম্ভব হয়। এ প্রকল্পটি দেখে আগত দেশের ইউনিয়ন পরিষদের আগত সচিবরা অভিজ্ঞতা সঞ্চয় সহ উৎসাহিত হন। পাশাপাশি নিজবাহাদুরপুর ইউনিয়নে অনলাইনে সনদ ( নাগরিক,উত্তরাধিকারী,প্রত্যয়ন পএ) সহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা সঞ্চয় করেন। ফলে এ অভিজ্ঞতা বিনিময় সফর আগত সচিবরা তাদের স্ব স্ব ইউনিয়ন প্রকল্পটি বাস্তবায়ন করবেন বলে আশা প্রকাশ করছেন।