দিরাইয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২২ | আপডেট: ৭:৪৮:অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২২

 

সুনামগঞ্জ ব্যুরো প্রধান:

সুনামগঞ্জের দিরাই উপজেলার বালি বিলে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তিন শিশু হচ্ছে, উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের নাজ কুমার দাসের ছেলে ছেলে রক্তিম দাস (৭), একই গ্রামের প্রদীপ দাসের ছেলে প্রমিত দাস (৭) এবং দীপক চন্দ্র দাসের মেয়ে বিন্দা রানী দাস (৬)।

নিহত রক্তিম দাস, প্রমিত দাস এবং বিন্দা রানী দাস একে অপরের প্রতিবেশী ।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর ১২ টার দিকে বাড়ি পাশে খেলা করছিল ওই তিন শিশু। দুপুর সাড়ে ১২ টারে থেকে তাদের খোজে পাচ্ছিলেন না স্বজনরা। এর পর থেকে শিশুদের খোজাখোজি করে বিকেলে সাড়ে ৪ টার দিকে বাড়ির পাশর্^বর্তী বালি বিলের পাড়ে তাদের জুতা দেখে স্বজনা বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।

দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে থেকে বিষয়টি নিশ্চিত করে জানান, তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।