শায়েস্তাগঞ্জে গাড়ি চাপায় র‍্যাব সদস্য নিহত

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২২ | আপডেট: ১২:২১:অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বাহিনীর আরেক সদস্য। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টায় জেলার শায়েস্তাগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত র‍্যাব সদস্যের নাম মাহমুদুল হাসান (৩৫)। তিনি যশোর জেলার বাসিন্দা এসএম মুরাদ হোসেনের ছেলে। আহত র‍্যাব সদস্য সাখাওয়াত আবু তাহেরকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে। তার বাড়ি চাঁদপুরে।

 

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ র্যাব ক্যাম্পের দুই সদস্য মোটরসাইকেলে করে দায়িত্ব পালনে বের হয়েছিলেন। শিমুলতলা নামক স্থানে পৌঁছলে একটি পিকআপ ভ্যান গাড়ী তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে দুইজন গুরুতর আহত হন।

পরে আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ আধুনিক সদর  হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আহত মাহমুদুল হাসানকে মৃত ঘোষণা করেন।

 

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব ও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সালেহ আহাম্মদ বলেন পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।