শেখ জাফর আহমদ ঃ ব্রাডফোর্ড আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতার ৫১ বছর পুর্তি ও জাতীয় দিবস পালন করা হয়েছে। ব্রাডফোর্ড আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী ও কমিউনিটির নানাজনের উপস্থিতিতে গত ২৮ মার্চ ব্রাডফোর্ডের প্রেষ্টিজ হলে নানা আয়োজনে এই দিবসটি পালন করা হয়। সংগঠনের সভাপতি শওকত আহমদ এমবির সভাপতিত্বে, সৈয়দা শানাজ আহমদ, নজরুল ইসলাম ও এনামুল হকের প্রাণবন্ত যৌথ পরিচালনায় অনুষ্টানের শুরুতে ১৯৪৭ সালের স্বাধীকার আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে নতুন প্রজন্মের বাঙালী ছাড়াও সকলের অংশগ্রহনে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্টানের প্রথম পর্বে নতুন প্রজন্মের বৃটিশ বাঙালীরা কবিতা আবৃত্তি, ছড়া, ছোট গল্প, দেশের গান পরিবেশন করে। দ্বিতীয় পর্বে ছিল বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক প্রকল্প এবং মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাসের প্রমাণ্যচিত্র প্রদর্শনী। এছাড়া বাংলাদেশের কৃষ্টি কালচারকে বহির্বিশ্বে তুলে ধরার জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগের নর্থ ওয়েষ্ট ও নর্থ ইষ্ট শাখাকে তাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়া ব্রাডফোর্ড আওয়ামী পরিবারের পক্ষ থেকেবিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্টানের শেষাংশে ছিলো যুক্তরাজ্যের স্বনামধন্য শিল্পীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান।