লোকমান হোসেন ঃ যুক্তরাজ্য স্পেন ও বাংলাদেশ থেকে প্রকাশিত বাংলা কাগজের গৌরবের আঠারো বছর পূর্ণ করে উনিশ বছরে পার্দপন উপলক্ষ্যে স্পেনের বার্সেলোনায় বাংলা কাগজের জন্মবার্ষিকী পালন করা হয়েছে। স্থানীয় বাংলা গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে গত ৪ মার্চ বাংলা কাগজের স্পেন ব্যুরো অফিসের উদ্যোগে বার্সেলোনার কাইয়ে বুতইয়ার ডট মিডিয়ার কার্যালয়ে এই জন্মবার্ষিকী পালন করা হয়। এসময় বাংলা গণমাধ্যমকর্মীদের নিয়ে বাংলা কাগজের জন্মদিনের কেক কাটেন বাংলা কাগজের স্পেন ব্যুরো প্রধান আফাজ জনি। এসময় আফাজ জনি জানান,পাঠকদের ভালোবাসায় সিক্ত বাংলা কাগজ ইউরোপের একটি দেশে বৃহতাকারে একটি অনুষ্টানের আয়োজনের পরিকল্পনার কারণে চলতি বছর বৃহদাকারে বাংলা কাগজের জন্মবার্ষিকী পালন করা হচ্ছে না। ভবিষ্যতে কমিউনিটির সকলের উপস্থিতিতে বাংলা কাগজের জন্মবার্ষিকী পালন করা হবে উল্লেখ করে আফাজ জনি বলেন, প্রবাসে বিশেষ করে স্পেনের বাঙালী কমিউনিটির মূখপত্র হিসেবে বাংলা কাগজ যে ভূমিকা রেখে যাচ্ছে তা সবসময় অব্যাহত থাকবে। এসময় তিনি বাংলা কাগজের প্রতি পাঠকদের ভালোবাসা ও সহযোগিতার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।