আহমেদ কাবির : বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে যুক্তরাজ্যের বার্মিংহামের সিটি কাউন্সিল হলের সম্মুখে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনের বিভিন্ন কর্মকর্তাসহ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃৃবন্দের উপস্থিতিতে ২৬ মার্চ সকালে সিটি কাউন্সিল হলের সম্মুখে বার্মিংহামের বাঙালী কাউন্সিলর সাদেক মিয়া শামসুকে নিয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মুর্চ্ছনায় জাতীয় পতাকা আনুষ্টানিকভাবে উদ্বোধন করেন বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশী সহকারী হাইকমিশনার মোহাম্মদ আলীমুজ্জান। এসময় তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদসহ স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদ হওয়া সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে কমিউনিটির নানা নেতৃবৃন্দের উপস্থিতিতে বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনের উদ্যোগে হাইকমিশনের হলরুমে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে শুরু হওয়া স্বাধীনতা দিবসের আলোচনার প্রথমে বাংলাদেশের রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বানী পাঠ করে শোনানো হয়। বাণী পাঠ করেন যথাক্রমে বার্মিংহাম বাংলাদেশী সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মোহাম্মদ আলীমুজ্জান,কাউন্সিলর স্বর্ণালী চন্দ,প্রথম সচিব মোহাম্মদ নাজমুস সাকিব। আলোচনায় অংশ নেন মিশনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি কামাল আহমেদ,মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,ডঃ শাখায়াৎ হোসেনসহ আগত সুধীবৃন্দ। সবশেষে সকলের শহীদের রুহের মাগফেরাত কামনা ও বাংলাদেশের সুখ সমৃদ্ধি ও শান্তি কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।