আবু এইচ চৌধুরী সুইট ঃ সমবেত জাতীয় সঙ্গীতের মুর্ছনায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন,শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ,আলোচনা সভা ও শিশু কিশোরদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনীর মাধ্যমে নানা আয়োজনে যথাযোগ্য র্মযাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে যুক্তরাজ্যের বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটি। প্রবাসে থাকা মুক্তিযোদ্ধা,কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজিৈনতক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যাক নারী ও নতুন প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশীদের উপিস্থতিতে গত ২৭ মার্চ বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন ও বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানমালার প্রথমেই শহীদ বেদীতে পুস্পস্বক অর্পন করা হয়। পরে বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির চেয়ারম্যান কামরুল হাসান চুনুর সভাপতিত্বে,সাংগঠনিক সম্পাদিকা রাশয়িা খাতুন ও লোকমান হোসেন কাজীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে যোগ দেন বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনের কাউন্সিলর স্বর্ণালী চন্দ ও বৃটিশ এমপি শৌন বেইলী। এছাড়া বক্তব্য রাখেন বাঙালী কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান নাসির আহমদ,মুক্তিযোদ্ধা আব্দুল হামদি,কমিউনিটি নেতা ফয়জুর রহমান চৌধুরী এমবইি,কলামিষ্ট শেবুল চৌধুরী,ব্যারীষ্টার সাম উদ্দিন,মহলিা নেত্রী ফজলী বিবি,মমতাজ বগেম বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ সুমন সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। সবশেষে নতুন প্রজন্মের বাঙালীদের দেশাত্ববোধক গানের মাধ্যমে অনুষ্টানের পরিসমাপ্তি ঘঠে।