লন্ডন প্রতিনিধি ঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের পর দল মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সকলকে নিয়ে বিএনপি জাতীয় সরকার গঠন করবে। জাতীয় সরকারে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলের প্রতিনিধি ছাড়াও শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিত্বও থাকবে। জাতীয় সরকারের অধীনেই মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে। গত ২৮ মার্চ লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বাংলাদেশের ৫১তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় অংশ নেন যুক্তরাজ্য সফররত সফররত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু,সাবেক এমপি জহিরউদ্দিন স্বপন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান ও ব্যারিষ্টার নাসির উদ্দিন আহমেদ অসীম,ব্যারিস্টার নওশাদ জমির,জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার জালাল উদ্দিন,ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ যুক্তরাজ্য বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। আলোচনার শুরুতে ‘‘বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষক‘‘ শীর্ষক একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।