লন্ডন প্রতিনিধি ঃ যুক্তরাজ্য সফররত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডঃ জাফরুল্লাহ চৌধুরী বলেছেন,জাতীয় সরকার হলে অবশ্যই প্রবাসীদের প্রতিনিধিত্ব থাকতে হবে। ১৯৭১ এ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে প্রবাসীদের অসামান্য ভূমিকা পালনের কথা উল্লেখ করে তিনি বলেন সে কারণে প্রবাসীদেও বাংলাদেশ সরকার কখনো ভুলবে না। তিনি বলেন শান্তিপূর্ণভাবে সংকট উত্তরণে জাতীয় সরকার গঠন ও তার অধীনে নির্বাচনের কোনো বিকল্প পথ খোলা নেই। গত ৩১ মার্চ লন্ডনে ডঃ জাফরুল্লাহ চৌধুরীর সম্মানে আয়োজিত এক নাগরিক সম্বর্ধনায় তিনি এসব কথা বলেন। মাস হেলথ এওয়ারনেস সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনায় জাফরুল্লাহ চৌধুরীকে “দেশমান্য” খেতাবে ভূষিত করেন সাপ্তাহিক সুরমা সম্পাদক শামসুল আলম লিটন। মাস হেলথ এওয়ারনেস সেন্টারের চেয়ারম্যান কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ হাসনাত এম হোসেন এমবিই। বক্তব্য রাখেন সাংবাদিক এনাম চৌধুরী,সাপ্তাহিক সুরমার বার্তা সম্পাদক আব্দুল কাইয়ুম,কমিউনিটি নেতা সিরাজুল হক সিরাজ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক চৌধুরী, চট্টগ্রাম ক্লাব ইউকে’র প্রেসিডেন্ট সাংবাদিক শওকত মাহমুদ টিপু, কাউন্সিলর ফয়জুর রহমান,বাংলাদেশ ইন্টারন্যাশনাল এসোসিয়েশনের ডাঃ গিয়াস উদ্দিন আহমদ,রেনেসাঁ সাহিত্য মজলিসের শিহাবুজ্জামান কামাল প্রমূখ।