আহমেদ কাবির : বাংলাদেশের ৫১তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পুর্তি উপলক্ষ্যে বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনের উদ্যোগে এক সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের জাতীয় সঙ্গীতের পর বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশী সহকারী হাইকমিশনার মোহাম্মদ আলীমুজ্জান ও তাঁর সহধর্মিনী অতিথিদের নিয়ে বিশাল কেক কাটার মাধ্যমে শুরু হয় অনুষ্টানমালা। বার্মিংহামে থাকা বাংলাদেশের বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিক,যুক্তরাজ্যের রাণীর প্রতিনিধি,উচ্চপদস্থ নানা কর্মকর্তা,মূলধারার রাজনৈতিকসহ পাশর্^বর্তী বিভিন্ন শহরের বাংলাদেশী বংশোদ্ভুত মেয়র কাউন্সিলর এবং কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও নানা পেশার বাঙালীদের উপস্থিতিতে গত ২৯ মার্চ বার্মিংহামের পেরীবারের একটি বানকুয়েটিং হলে এই সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনের কাউন্সিলর স্বর্ণালী চন্দের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সহকারী হাইকমিশনার মোহাম্মদ আলীমুজ্জান।
এসময় তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদসহ স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হওয়া সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আগত সকলের সম্মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়ন-অগ্রযাত্রার নানা তথ্য উপাত্ত উপস্থাপন করেন। অনুষ্টানে অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়েষ্ট মিডল্যান্ডসে যুক্তরাজ্যের রাণীর প্রতিনিধি লর্ড লেঃ জন ক্রাবতি ওবিই,ওয়েষ্ট মিডল্যান্ডস পুলিশের চীফ পুলিশ কনষ্টেবল স্যার ডেভিড থম্পসন,নর্থহাম্পটন সিটির বাংলাদেশী বংশোদ্ভুত মেয়র কাউন্সিলর রুফিয়া আশরাফ প্রমূখ। অনুষ্টানে বাংলাদেশ নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শণ ছাড়াও বাংলাদেশ থেকে আগত শিল্পকলা একাডেমির একটি প্রতিনিধি দল বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি কৃষ্টি নিয়ে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশন করে।