বাংলা কাগজ ডেস্ক ঃ বিবিসিসহ যুক্তরাজ্যের মুলধারায় শেলিব্রেটি শেফ আবুল হোসেন বাংলা কাগজের উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন। বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম ও সেক্রেটারী খসরু খান স্বাক্ষরীত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,শেফ আবুল হোসেনকে বাংলা কাগজের উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি বাংলা কাগজের সম্পাদনা ও উপদেষ্টা পরিষদের সাথে সমন্বয় রেখে নতুন উপদেষ্টা হিসেবে কাজ করবেন। উল্লেখ্য যুক্তরাজ্যের ওয়েলসের কয়েকটি বাংলাদেশী রেষ্টুরেন্টের পরিচালনার পাশাপাশি সেলিব্রেটি শেফ আবুল হোসেন বর্তমানে বার্মিংহামের নিকটবর্তী শহর ওয়ালসলে স্থায়ীভাবে বসবাস করে লাল হাভেলী নামে তাঁর মালিকানাধীন একটি রেষ্টুরেন্ট ও বানকুয়েটিং হল পরিচালনা করছেন । “ Chef Abul’s ‘‘ নামে তার জনপ্রিয় একটি ইউটিউভ চ্যানেলও রয়েছে। এছাড়া তিনি দেশ ও প্রবাসে বিভিন্ন দাতব্য প্রতিষ্টান পরিচালনার পাশাপাশি কমিউনিটির নানা উন্নয়নমুলক কর্মকান্ডে নিয়োজিত রয়েছেন। এদিকে শেলিব্রেটি শেফ আবুল হোসেন বাংলা কাগজের উপদেষ্টা হিসেবে যোগ দেওয়ায় তাঁেক অভিনন্দন জানিয়েছেন বাংলা কাগজের উপদেষ্টামন্ডলীর চেয়ারম্যনা আলহাজ¦ মাফিজ খান। এক অভিনন্দন বার্তায় তিনি সকল উপদেষ্টাদের পক্ষ থেকে শেলিব্রেটি শেফ আবুল হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
https://www.youtube.com/c/ChefAbuls