অনলাইন ডেস্কঃ
এবার বাবা ও ছেলের ঈদ করা হলোনা। চট্টগ্রামের ইপিজেড এলাকায় ঈদের কেনাকাটা করতে যাওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন মা ও আরেক ছেলে। শনিবার বেলা ১১টার দিকে ইপিজেডের বন্দরটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পতেঙ্গা স্টিল মিল এলাকার আবু সালেহ ও তার ৯ মাস বয়সী ছেলে আবদুল্লাহ আল সুমিত।
ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) নুরুল হুদা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ৯ এপ্রিল শনিবার বেলা ১১টার দিকে আবু সালেহ ঈদের কেনাকাটা করতে স্ত্রী মনিরা আক্তার, পাঁচ বছর বয়সী ছেলে আবদুলাহ আল মাহিন ও শিশু আবদুল্লাহ আল সুমিতকে নিয়ে “বে” শপিং সেন্টারে যাচ্ছিলেন। বন্দরটিলায় কাভার্ড ভ্যান তাদের রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে সালেহ ও সুমিতের মৃত্যু হয়। গুরুতর আহত মনিরা ও মাহিনকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাদের।’
ইপিজেড থানারউপপরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন।