রাজধানীতে ৫৩ চাঁদাবাজ-ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২২ | আপডেট: ৭:৪৫:অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২২

রাজধানীতে পৃথক ১৫টি অভিযান চালিয়ে ৫৩ জন ছিনতাইকারী ও চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে র‌্যাব-৩ থেকে জানানো হয়েছে, সোমবার (১১ এপ্রিল) রাতে রমনা, খিলগাঁও, হাতিরঝিল, শাহজাহানপুর, পল্টন, মতিঝিল, শাহবাগ ও ওয়ারীতে অভিযান চালিয়ে ৩৩ চাঁদাবাজ ও ২০ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

র‌্যাব-৩ এর অতিরিক্তি পুলিশ সুপার বীণা রানী দাস বলেছেন, ‘পবিত্র মাহে রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্রের তৎপরতা বেড়েছে। উৎসবপ্রিয় রাজধানীবাসী পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে রাতভর কেনাকাটা করে থাকেন এবং ব্যবসায়ীরাও এ সময়ে বাজারে তাদের পণ্য সরবরাহ বৃদ্ধি করে থাকেন। এ সুযোগে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র রাজধানীর বিভিন্ন স্থানে সবজি ও ফলের দোকান, ফুটপাতের অস্থায়ী দোকান, লেগুনা স্ট্যান্ড এবং মালবাহী গাড়ি থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। কেউ চাঁদা দিতে রাজি না হলে তারা জীবননাশের হুমকি দেয়। তাদের অত্যাচারে দোকানদারদের স্বাভাবিক ব্যবসা করা দুর্বিষহ হয়ে উঠেছে।’