আহমেদ সুহেল : বাংলাদেশী বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত যুক্তরাজ্যের বার্মিংহামের বাংলাদেশী জাতীয় দিবস উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ইফতার মাহফিল। কমিউনিটির নানা নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ১১ এপ্রিল বার্মিংহামের স্মলহিথের এমটি ক্যাটারিং হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহিফল পুর্ব এক আলোচনায় বক্তারা কমিউনিটির ঐক্যবদ্ধ্যতার উপড় গুরুত্বারোপ করে বলেন,বার্মিংহামের বাংলাদেশী জাতীয় দিবস উদযাপন পরিষদের এক প্লটফরমে বাংলাদেশী নানা সংগঠন ঐক্যবদ্ধ হওয়ার এই উদ্যোগ অন্যান্য শহরের বাঙালীদের কাছে অনূকরনীয় হতে পারে। আব্দুর রশীদ ভূইয়ার পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ইফতার মাহিফল পুর্ব আলোচনায় বাংলাদেশী জাতীয় দিবস উদযাপন পরিষদের সভাপতি আলহাজ্ব মাফিজ খানের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল রেজা চৌধুরী পথিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ফ্রান্সের সাবেক বাংলাদেশী রাষ্ট্রদূত ডঃ তজাম্মুল হক টনি এমবিই। বিশেষ অতিথি ছিলেন বার্মিংহাম বাংলাদেশী সহকারী হাইকমিশনের প্রথম সচিব নাজমুস সাকিব। বক্তব্য রাখেন বার্মিংহাম বাংলাদেশী জাতীয় দিবস উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ আব্দুল কাদির আবুল,বাঙালী কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই,ব্যরিষ্টার শাম উদ্দিন,কমিউনিটি নেতা সৈয়দ জমশেদ আলী,আব্দুল লতীফ জেপি,ফয়ছল আহমেদ প্রমূখ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা কাগজের সেক্রেটারী খসরু খান,বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান চুনু,আজাদ চৌধুরী একাডেমীর প্রতিষ্টাতা আজাদ চৌধুরী এমবিই,সাবেক কাউন্সিলর আব্দুল খালিক,ডঃ এম শাখায়াৎ হোসেন,ডঃ আনিস,বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন মিডল্যান্ডস রিজিওনের সভাপতি মোহাম্মদ শেলু মিয়া,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলা ইউকের জয়নাল ইসলাম,সোনালী সুপার মার্কেটের অন্যতম পরিচালক শেখ মোহাম্মদ আব্দুল খালিক,একাউন্টেন্ট আবু নওশাদ,দোভাষী রঞ্জু মিয়া,ক্বারী আব্দুল মুকিত আজাদ,সিমলা পেপারস ব্রমসগ্রোভের পরিচালক সুমন চৌধুরী,কমিউনিটি নেতা আলহাজ¦ আজির উদ্দিন আবদাল,আলহাজ¦ কাজী আঙ্গুর মিয়া,মুফতী তাজুল ইসলাম,ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম,ওয়ালী মুক্তা,রেজাউল ইসলাম বিল্লাহ,আকবর মিয়া,আজাদ মিয়া,মইন উদ্দিন,রুনু মিয়া,মাষ্টার শামসুজ্জামান,শামিম খান,সারোয়ার আহমেদ,আই অন টিভির প্রতিনিধি লোকমান হোসেন কাজী,বিঅন টিভির প্রতিনিধি আহমেদ কাবির,যমুনা টিভির প্রতিনিধি রিয়াদ আহাদ,বাংলা কাগজের আহমেদ সুহেল,এনটিভির ইউরোপ ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরী,বাংলা ভয়েস সম্পাদক মোহাম্মদ মারুফ,এটিএন বাংলা ইউকের বদরুল আলম প্রমূখ। আলোচনা শেষে বাংলাদেশসহ বিশ্ব মুসলীম উম্মাহর সুখ সমৃদ্ধি ও শান্তি কামনায় মৌলানা মিনহাজ উদ্দিনের পরিচালনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।