আহমেদ ক্বাবির : পবিত্র রমজান উপলক্ষ্যে প্রতিষ্টানের বিভিন্ন ট্রাষ্টিসহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ ও দি ব্রিটিশ মুসলীম স্কুলের শিক্ষার্থীদের নিয়ে মিডল্যান্ডস তথা যুক্তরাজ্যের বাঙালীদের অন্যতম বৃহৎ ইসলামিক প্রতিষ্টান লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিডল্যান্ডস ছাড়াও যুক্তরাজ্যের অন্যান্য এলাকা থেকে প্রতিষ্টানের শুভাকাংখী,আজীবন সদস্য,প্রতিষ্টাতা সদস্য এবং কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে গত ১১ এপ্রিল বার্মিংহামের পাশর্^বতী শহর ওয়েষ্ট ব্রমসউইচের লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের সান্ডওয়েল গ্রান্ড মসজিদে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হুসাম উদ্দিন আল হুমায়দীর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল পুর্ব সংক্ষিপ্ত আলোচনায় রমজানের তাৎপর্য নিয়ে বিশদ আলোচনা ছাড়াও লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের বিভিন্ন অগ্রগতি ও বর্তমান অবস্থার বিশদ বর্ণণা করেন প্রতিষ্টানের চেয়ারম্যান প্রিন্সিপাল মৌলানা এম এ কাদির আল হাসান। এসময় তিনি আগামী ১৯ এপ্রিল মঙ্গলবার এটিএন বাংলা ইউকেতে লাইভ ফান্ড রেইজিং এ অংশ নেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। উক্ত ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের সম্পাদক মিসবাউর রহমান,প্রতিষ্টাতা সদস্য মাওলানা রুকনুদ্দীন আহমদ,মাস্টার আব্দুল মুহিত,হাফিজ আলী হোসেন বাবুল,মাওলানা মাহবুব কামাল,মাওলানা গুলজার আহমদ,মোহাম্মদ এমদাদ হোসেন, হাজী হাসন আলী হেলাল,হাজী সাহাব উদ্দিন,মোহাম্মদ জাহেদুল ইসলাম,মাওলানা আব্দুল গাফ্ফার,মোহাম্মদ রফিকুল হক,মৌলভী মোহাম্মদ আব্দুল মুনিম,হাফিজ হোসাইন আহমদ,আব্দুল হালিম প্রমূখ। ইফতার মাহফিলের পুর্বে মুসলিম উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।