![যুবলীগের নেতাকর্মীদের নিয়ে বার্মিংহাম আওয়ামীলীগের সভাপতি কবীর উদ্দিনের সেহরী পার্টি](https://www.banglakagojnews.com/wp-content/uploads/2022/04/WhatsApp-Image-2022-04-27-at-5.28.08-PM.jpeg)
জয়নাল ইসলাম : বার্মিংহাম আওয়ামীলীগের সভাপতি কবীর উদ্দিনের উদ্যোগে বার্মিংহাম যুবলীগ,মিডল্যান্ডস যুবলীগ ও ওয়েষ্ট মিডল্যান্ডস যুবলীগের সকল নেতাকর্মীদের নিয়ে এক সেহরী পার্টি অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ এপ্রিল বার্মিংহামের স্মলহীথের কভেন্ট্রি রোডের পানসী রেষ্টুরেন্টে অনুষ্ঠিত উক্ত সেহরী পার্টিতে বার্মিংহাম যুবলীগ,মিডল্যান্ডস যুবলীগ ও ওয়েষ্ট মিডল্যান্ডস যুবলীগের বিপুল সংখ্যাক নেতাকর্মীরা যোগ দেন। এ উপলক্ষ্যে এক সংক্ষপ্তি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এতে বার্মিংহাম যুবলীগের যুগ্ম সম্পাদক মোসাদ্দকে আহমদ শ্যামলের সঞ্চালনায় বার্মিংহাম আওয়ামীলীগের সভাপতি কবীর উদ্দিন ছাড়া ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখনে বার্মিংহাম আওয়ামীলীগের সহ-সভাপতি-বুলন চৌধুরী,মোস্তফা কামাল বাবলু,যুগ্ম সম্পাদক কামাল আহমেদ,সাংগঠনিক সম্পাদক জুম্মা আহমদ লিটু,,ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জয়নাল ইসলাম,সদস্য আশিক মিয়া, বার্মিংহাম যুবলীগের সভাপতি এমদাদুর রহমান সুয়েজ,সাধারণ সম্পাদক শফিুকর রহমান,মিডল্যান্ডস যুবলীগের সভাপতি জুবের আলম,ওয়েষ্ট মিডল্যান্ডস যুবলীগের সভাপতি মাহমুদ আলী,সাধারণ সম্পাদক একে এম আলী হোসেন, বার্মিংহাম যুবলীগের সহ-সভাপতি মোনায়মে আহমদ,নাজমুল খান,যুগ্ন সম্পাদক জামিল আহমদ,সাংগঠনকি সম্পাদক আলী আহমদ,আনোয়ারুল ইসলাম,বাবলু আহমদ,শাহীন আহমদ,নজরুল ইসলাম,সৈয়দ তামিম আহমদ,মিডল্যান্ডস যুবলীগের সহ-সভাপতি আশিক আলী,যুগ্ম সম্পাদক আকমল হোসেন,সাংস্কৃতিক সম্পাদক লাবলু মিয়া, ওয়েষ্ট মিডল্যান্ডস যুবলীগের সহ-সভাপতি ছানাওর আহমদ,দুরুদ আহমদ,জামাল মিয়া,যুগ্ম সম্পাদক নুরুল আলম,সাংগঠনকি সম্পাদক উজ্জ্বল মিয়া,র্অথ সম্পাদক আলাউর রহমান,শিক্ষা বিষয়ক সম্পাদক শামীম আহমদ,হোসিয়ার আলী ও রফিকুল ইসলাম প্রমূখ।
আলোচনায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শুধু দেশ নয় প্রবাসেও সকল মুজিব সৈনিকের ঐক্যবদ্ধভাবে কাজ করার উপড় গুরুত্বারোপ করেন। সভা শেষে বার্মিংহাম আওয়ামিলীগের কোষাধ্যক্ষ ফখরুল ইসলামের অসুস্থ্য মায়ের সুস্থতা ও বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সমৃদ্ধি ও উন্নতি কামনা করে মাওলানা রশীদ আহমদের পরিচালনায় এক বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়। সবশেষে অনুষ্টিত হয় সেহরী পার্টি।