আহমেদ ক্বাবির : সোনালী ব্যাংকের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠানোর আহবান জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশানর সাইদা মুনা তাসনিম। গত ২১ এপ্রিল বার্মিংহামে সোনালী ব্যাংকের এক ইফতার মাহফিল ও সুধী সমাবেশে যোগ দিতে এসে তিনি দ্রæত ও নিরাপদ রেমিটেন্স প্রেরণে সোনালী ব্যাংকের সেবা গ্রহণের জন্য প্রবাসী সকল বাঙালীর প্রতি আহবান জানান। সোনালী ব্যাংক বার্মিংহাম শাখার উদ্যোগে গ্রাহক ও কমিউনিটির নানা শীর্ষজনদের জন্য এই ইফতার মাহফিল ও সুধী সমাবেশ আয়োজন করা হয়। আর এতে প্রধান অতিথি হিেেসবে যোগ দেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশানর সাইদা মুনা তাসনিম। সোনালী ব্যাংকের হেড অফ রেমিটেন্স হেদায়েতুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের নন এক্্িরকিউটিভ চেয়ারম্যান আহসানুল ইসলাম,চীফ এক্্িরকিউটিভ অফিসার মাসুম বিল্লাহ,বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনার মোঃ আলিমুজ্জামান,কাউন্সিলর স্বর্ণালী চন্দ ও প্রথম সচিব নাজমুস সাকিব। ইফতার মাহফিল ও সুধী সমাবেশে বার্মিংহাম তার পাশর্^বতী এলাকায় থাকা বৃটিশ বাংলাদেশী বিভিন্ন ব্যবসায়ী ছাড়াও কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্টানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অপারেশন এসিসটেন্ট সাইফুল ইসলাম শাহেদ,সোনালী ব্যাংকের কর্মকর্তা রাইহান মিয়া,দিলারা পারভিন,মিস সায়েদা প্রমূখ।
এর আগে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশানর সাইদা মুনা তাসনিমসহ অন্যান্য অতিথিরা বার্মিংহামের স্মলহীথের কভেন্ট্রি রোডে থাকা সোনালী ব্যাংকের শাখা পরিদর্শন করেন। এসময় তাদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান সোনালী ব্যাংকের হেড অফ রেমিটেন্স হেদায়েতুল ইসলাম ও অপারেশন এসিসটেন্ট সাইফুল ইসলাম শাহেদসহ প্রতিষ্টানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য সোনালী ব্যাংকের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠাতে বাংলাদেশ সরকার নানা সুবিধা দিয়ে আসেছ এবং এর সার্ভিস বর্তমানে খুবই আধুনিক ও উন্নতমানের। গ্রাহক সেবার জন্যও তারা চৌকষ কর্মকর্তাদের নিয়োগ দিয়েছেন।