সুনামগঞ্জ প্রতিনিধি :
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের সরকার উন্নয়নের সরকার। আমরা বাংলাদেশটাকে উচ্চমাত্রায় নিয়ে যেতে চাই। ইমানে, আমলে, ব্যাবহারে ও সব দিকে বিবেচনা করে।
মঙ্গলবার সকাল ৮টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে, তিনি আমাদের মাঠের ফসল রক্ষা করেছেন। তিনি আমাদের রিজিক দিয়েছেন। আমরা হাওরে ধান তুলতে পেরেছি বড় ঝুঁকির মধ্যেও। আমরা কাজ করব সবার জন্য।’
মন্ত্রী বলেন, আমরা চাই সিলেট থেকে সুনামগঞ্জ হয়ে রেল লাইন ময়মনসিংহের নিয়ে যেতে চাই। অবশ্যই আমরা পারবো। এটা সম্ভব। এ বিষয়ে কোন সন্দেহ নাই। আমাদের টাকা-পয়সা আছে। একটু সময়ের দরকার। এসময় পরিকল্পনামন্ত্রী প্রয়াত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া ও প্রখ্যাত সাংবাদিক পীর হাবিবুর রহমানের কথা স্মরণ করেন। এর আগে মুসল্লিদের উদ্দেশ্যে আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।