ইতালির মনফালকনে ১৬ টি দল নিয়ে জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, মে ১৭, ২০২২ | আপডেট: ৬:০৬:অপরাহ্ণ, মে ১৭, ২০২২

ইতালি প্রতিনিধিঃ

প্রবাসে বেড়ে উঠা এই প্রজন্মের তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় প্রতিবছরের ন্যায় এই বছর ও ইতালির মনফালকনে শহরে শুরু হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট ২০২২। রফিক উদ্দিন রুবেল ,গোলাম কবির টিটু ,ইয়াসিন রহমান ও আবির হোসেন বাবুর সার্বিক তত্ত্বাবধানে এই ক্রিকেট টুর্নামেন্টে বিভিন্ন শহরের মোট ১৬ টি দল অংশগ্রহণ করছে।

 

 

 

রবিবার স্থানীয় ক্রিকেট মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে হামিম হোসাইন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনফালকনে বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা সাজ এস আর এল এর চেয়ারম্যান রফিকুল ইসলাম মোস্তাক ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসো বাংলা শিখি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মনফালকনে পৌরসভা নির্বাচনের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর সরকার ,বাংলাদেশ ক্রীড়া সংস্থা ভেনিসের সভাপতি সুলায়মান হোসেন ,বাংলা স্কুল মনফালকনে সভাপতি নুরুল আমিন খন্দকার ,সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খান সোহেল,শরীয়তপুর জেলা ওয়েলফেয়ার সমিতির যুগ্ম সম্পাদক সোহাগ মুন্সী ,কাউন্সিলর প্রার্থী রিয়াদুল ইসলাম রাজু ,মনফালকনে ক্রীড়া সংস্থার সিনিয়র সহ সভাপতি ওমর খৈয়াম পাঠান ,ভৈরব প্রবাস এর সভাপতি ইলিয়াস মো রকিব,সিনিয়র সহ সভাপতি মিয়া মাসুম সহ স্থানীয় রাজনৈতিক সামাজিক ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
উদ্বোধনী খেলায় মনফালকনে ক্রিকেট ক্লাব সুপার ভয়েজ কে পরাজিত করে এবং দ্বিতীয় খেলায় মনফালকনে ক্রিকেট ক্লাবের জুনিয়র দল নিউ ষ্টার ক্লাবকে পরাজিত করেছে। প্রতি শনিবার ও রবিবার এই টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে এবং খেলার ফিকচার অংশগ্রহণকারী সকল দল কে জানিয়ে দেওয়া হবে। আয়োজকরা স্থানীয় সকল নেতৃবৃন্দদের নিকট টুর্নামেন্টের সফলতা ও সহযোগিতা কামনা করেন।