ব্রাজিলে ৫-১১ বছরের শিশুদের টিকা দেওয়া শুরু

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২২ | আপডেট: ৭:২৩:অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২২

পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা দেওয়া শুরু করেছে ব্রাজিল। শনিবার সিএনএন ব্রাজিল এ তথ্য জানিয়েছে।

সম্প্রচারমাধ্যমটি জানিয়েছে, এই কার্যক্রমের আওতায় সাওপালো হাসপাতালে প্রথমে আদিবাসী আট বছরের এক শিশুকে টিকা দেওয়া হয়।

গত বছরের ১৬ ডিসেম্বর ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ আনভিসা পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার অনুমোদন দেয়।

২০২১ সালের জানুয়ারি থেকে ব্রাজিলে টিকাদান কর্মসূচি শুরু হয়। দেশটির ১৪ কোটি ৩০ লাখ মানুষকে এ পর্যন্ত পূর্ণ দুই ডোজের টিকা দেওয়া হয়েছে।