তাহিরপুরে বাদাম কুড়াতে গিয়ে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, মে ১৯, ২০২২ | আপডেট: ৭:০৫:অপরাহ্ণ, মে ১৯, ২০২২

 

সুনামগঞ্জ ব্যুরো প্রধান :

সুনামগঞ্জের তাহিরপুরে বাদাম কুড়াতে গিয়ে বজ্রপাতে একই গ্রামের তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশু অরো ৩ জন আহত হয়েছে। এরমধ্যে দুজনকে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হচ্ছে, উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাইরী গ্রামের আব্দুল আলীমের মেয়ো তাওহিদা (১১), একই গ্রামের ফজর রহমানের মেয়ে লিপা( ১২) এবং আব্দুল আজিজের ছেলে আমিরুল ( ১০)।

স্থানীয়দের বরাত দিয়ে তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার জানান, গতকাল সকালে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দরপারি গ্রামের গ্রাম সংলগ্ন বাদাম ক্ষেতে নিহত ও আহত শিশুরা বাদাম কুড়াতে যায়। বেলা ১১টার দিকে হঠাৎ বজ্রপাতে তাওহিদা, লিপা এবং আমিরুল ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হবি রহমান ও রিয়া মনি নামের দুজনকে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।