প্রিয়দর্শিনী মৌসুমী অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে মুগ্ধ করেছেন ভক্তদের। একাধিকবার তার হাতে উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনা করেছেন তিনি। এরই মধ্যে তিনি বিভিন্ন প্রতিযোগিতার বিচারকের দায়িত্বও পালন করেন। তারই ধারাবাহিকতায় তিনি এবার মেকআপশিল্পীদের একটি প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন।
সম্প্রতি রাজধানীর গুলশানে দুই দিনের মেকওভার ওর্য়াকশপের আয়োজন করেন মেকআপশিল্পী জামির স্বপ্ন। সেখানে অংশ নিয়ে প্রশিক্ষণ নেন বিউটিশিয়ানরা। প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়ে পরবর্তীতে মডেলদের মেকআপ করানোর প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করেন চিত্রনায়িকা মৌসুমী এবং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।
এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘আমরা আর্ট কালচারের মানুষ। আমাদের কাজের একটা মূল অংশই থাকে মেকআপশিল্পীদের সঙ্গে। সবকিছু মিলিয়ে ওদের সঙ্গে আমাদের সর্ম্পকটা সৌহার্দ্যপূর্ণ হয়ে থাকে। আমার মনে হয় এখানে যারা অংশগ্রহণ করেছেন, তারা সবাই বলবেন জামির আসলেই ভালো একটা আয়োজন করেছেন।’
জামির বলেন, ‘প্রথমে যখন মেকআপশিল্পী হিসেবে কাজ শুরু করি তখন অনেকেই বলেছিলেন যে, ছেলে হয়ে কেন মেকআপ করাও। এটাতো মেয়েদের কাজ। অনেক ঝড়-ঝাপটা পার করে আজকের অবস্থানে এসেছি।’