চাঁপাইতে এবার ২ হাজার কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, জুন ৪, ২০২২ | আপডেট: ১২:২৪:অপরাহ্ণ, জুন ৪, ২০২২

চাঁপাইনবাবগঞ্জে এবার মৌসুমে ২ হাজার কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা রয়েছে। মৌসুমের শুরু থেকে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিপুল পরিমাণ আম বিক্রির আশা দেখছেন স্থানীয় কৃষি বিপণন বিভাগ।

 

জেলার বিপণন বিভাগ বলছে, এবার আমের মৌসুমের প্রথম দিক থেকেই আমের বাজার চড়া। আবার কুরিয়ার সার্ভিসের ভাড়া বাড়ায় অন্য জেলার বাসিন্দারা আম কিনতে অনিহা প্রকাশ করছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি বিপণন অধিদ্প্তর সূত্রে জানা গেছে, চলতি আমের মৌসুমে ২ হাজার কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা রয়েছে। গত বছরের তুলনায় এবার মৌসুমে আম বিক্রি করে আমচাষি ও ব্যবসায়ীরা লাভবান হবেন। অবশ্য গত বছর কত কোটি টাকার আম বিক্রি হয়েছে এ তথ্য নেই প্রতিষ্ঠানটির কাছে।