নানাবিধ শারীরিক জটিলতার পাশাপাশি সর্বশেষ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানা গেছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যরা গত দুদিন নিয়মিতভাবে বৈঠক করেছেন। তারা সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে খালেদা জিয়ার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
তিনি আরো জানান, ‘ম্যাডাম হাসপাতালে ভর্তি হওয়ার পর তার এনজিওগ্রাম করা হয়। সেখানে তিনটি ব্লক ধরা পড়লেও একটি ছিল ৯৯ শতাংশ। সেই আর্টারিতে রিঙ পরানো হয়েছে। সেই থেকে খালেদা জিয়া চিকিৎসকদের ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে আছেন। মঙ্গলবার (১৪ জুন) দুপুরে এই ৭২ ঘণ্টার সময়সীমা শেষ হতে যাচ্ছে। হৃদরোগ ছাড়াও তার শরীরের আরো সমস্য রয়েছে। তাই ম্যাডাম চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।’