আহমেদ সুহলে : প্রবাসের শত ব্যস্তময় জীবনের মাঝেও প্রবাসীরা খোঁজে ফেরে নানা বিনোদনের খোরাক। আর বিশ্বের যেখানেই থাকুক না কেনো বাঙালীরা সুযোগ পেলেই তাদের সাহিত্য সংস্কৃতি ঐতিহ্যের বিকাশে কাজ করে একাগ্রভাবেই। এই বিকাশে ২০১৫ থেকে ধরে যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত হয়ে আসছে আবহমান বাংলার কৃষ্টি-ঐতিহ্যের ধারক নৌকা বাইচ। আগামী ২৪ জুলাই ২০২২ রোববার বার্মিংহামের এজবাষ্টনের রিজার্ভইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকা বাইসের এবারের আয়োজন। এই আয়োজনকে সামনে রেখে নৌকা বাইচের আয়োজক সংগঠন টিম নৌকা বাইসের উদ্যোগে ২২ জুন বার্মিংহামের মিডল্যান্ডস সেলিং ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দসহ বাংলা গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে নৌকা বাইস সি আই সি‘র চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ রাজুর সভাপতিত্বে ও টিম নৌকা বাইচের পরিচালক জহুর উদ্দিন একলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে এবারের নৌকা বাইচের আয়োজনের বিভিন্ন বিষযগুলো তুলে ধরা হয়। এতে জানানো হয়,বৈশি^ক মহামারীর থেকে মুক্ত হওয়ায় এবারের আয়োজনের অনেক নতুনত্ব আনা হচ্ছে;বিশেষ করে বার্মিংহামে কমনওয়েলথ গেমস হওয়ায় এবারের নৌকা বাইসে বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরতে ভিন্ন ভিন্ন নানা পরিকল্পনা গ্রহণ করা হযেছে।
প্রবাসী বাঙালী নারী ও শিশু কিশোরদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ছাড়াও নৌকা বাইচকে আকর্ষনীয় করার লক্ষ্যে এবারও খোলা মঞ্চে স্বনামধন্য ব্রিটিশ বাংলাদেশী শিল্পিদের অংশগ্রহনে দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্টান ছাড়াও থাকবে দেশীয় খাবার পণ্যের বিভিন্ন ষ্টল। এবারের নৌকা বাইচে বৃটিশ বাঙালী মহিলাদের নিয়ে ছয়টি দলের অংশগ্রহন ছাড়াও থাকবে যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে আসা ১৮ টি দল। সংবাদ সম্মেলনে নৌকা বাইসের চ্যারিটি পার্টনার হিউম্যান আপীলের প্রধান রেজওয়ান ফারাজ ও কমনওয়েলথ গেমসের কর্মকর্তা এনি হেয়ারসিন বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন। এসময় টিম নৌকা বাইসের সদস্য শাহ আলী,শাহেল আহমেদ,বশির আহমেদ,নাসির উদ্দিন,মইন উদ্দিন,সুমন চৌধুরী,তাজ আহমেদ ও শাহীন আহমেদ ছাড়াও বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।