১৯ দিনের ছুটিতে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২২ | আপডেট: ১০:৪১:পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২২

গ্রীষ্মকালীন, ঈদুল আজহা ও আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে ২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট ১৯ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ জুন) সই করা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশে এ ছুটি ঘোষণা করা হয়।

 

শনিবার (২৫ জুন) প্রকাশিত হয় আদেশটি। এতে বলা হয়, প্রাথমিকে গ্রীষ্মকালীন ছুটি থাকবে ২৮ জুন থেকে ৫ জুলাই। ঈদুল আজহা ও আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে ছুটি থাকবে ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত।

 

 

আদেশে আরও বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের ছুটি তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটির সুবিধার্থে আগে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে’র পরিবর্তে ২৮ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত সমন্বয় করে নির্ধারণ করা হলো।