যুক্তরাজ্য,যুক্তরাষ্ট্র ও ফ্রান্স ইউরোপসহ বিভিন্ন দেশে থাকা সিলেটের বাদামবাগিছা প্রবাসীদের উদ্যোগে বন্যা কবলিত এলাকা বাদাম বাগিছায় দুস্থ গরীব অসহায় একশত পাঁচটি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বাদাম বাগিছার স্থানীয় মুরব্বিয়ানদের সার্বিক সাহায্য-সহযোগিতায় তালিকা করে বেশি ক্ষতিগ্রস্থদের মধ্যে ঘরে ঘরে গিয়ে এই অনুদান পৌছে দেওয়া হয়। বাদাম বাগিছার কৃতি সন্তান সুয়েব আহমেদ ও রিপন জামান এর ফেসইজ বুকের মেসেঞ্জারের আহবানে সাড়া দিয়ে বাগানবাগিছার প্রবাসীরা এই অনুদান প্রদান করে। এবিষয়ে লন্ডন প্রবাসী মকবুল হোসেন ও তাহমিনা আক্তার রুপালী বলেন বাদাম বাগিছায় গরীব অসহায় কমপক্ষে ১০৫টি পরিবারের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করবো আমরা,রিপন জামান (লন্ডন প্রবাসী)বলেছেন বিপদের সময় যদি পাশে না থাকতে পারি তাহলে প্রবাসের জীবন আমাদের বৃথা। নজরুল দিপু মিয়া(লন্ডন প্রবাসী)বাদল হোসেন(ইতালী প্রবাসী)আব্দুল মুমিন ও রাজু(আমেরিকা প্রবাসী)মহাসিন,কুবেদ,মিজান(ফ্রান্স প্রবাসী)জনি,শাওন,রাজিব লোকমান কাজী ও মবন আহমদ(লন্ডন প্রবাসী)বলেছেন গরীব অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য এখনই সময়। প্রেস বিজ্ঞপ্তি