মৌলভীবাজার-২ আসনের এমপি সুলতান মনসুরের দেয়া তালিকায় ১২টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২২ | আপডেট: ২:২৬:অপরাহ্ণ, জুলাই ৮, ২০২২

 

স্টাফরিপোর্টারঃ

 

মৌলভীবাজার-২ আসনের এমপি সুলতান মনসুরের দেয়া তালিকায় ১২টি প্রতিষ্টান এমপিওভুক্ত হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের শিক্ষা অধিদপ্তের মাধ্যমে মৌলভীবাজার২ কুলাউড়া সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ডাকসুর সাবেক ভিপি, ছাত্রলীগের সাবেক সভাপতি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ কুলাউড়ার শিক্ষার উন্নয়নের স্বার্থে যে সব শিক্ষা পতিষ্ঠান এম পি ভুক্ত করনের জন্য তালিকা প্রধান করেন,যার প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রনালয় অনুমোদন করে ।
নিম্নে শিক্ষা প্রতিষ্ঠানের নামের তালিকা দেওয়া হল….

১)ছকাপন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
২)লংলা উচ্চ বিদ্যালয়।
০৩)হায়দরগন্জ উচ্চ বিদ্যালয়।
০৪)রাজনগর উচ্চ বিদ্যালয়।
০৫) শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়।
০৬)নবিগন্জ আদর্শ উচ্চ বিদ্যালয়।
০৭)সুলতানপুর গালর্স বিদ্যালয়।
০৮)অগ্রনী উচ্চ বিদ্যালয়।
০৯)মনহর পুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।
১০)গনকিয়া দাখিল মাদ্রাসা।
১১)বাংলাটিলা দাখিল মাদ্রাসা।
১২) সাইফুল তাহমিনা দাখিল মাদ্রাসা।