অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক চ্যানেল এস এর রোম প্রতিনিধি ইতালির স্বনামধন্য সাংবাদিক মিনহাজ হোসেনের পিতা সিলেটের বিয়ানীবাজার উপজেলার কসবা ত্রিমুখী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুন নূর (কুটুল) গত ১২ জুলাই রাত ১ট ৪৫ মিনিটে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজেউন)। মুত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬০ বছর। মরহুমের জানাজার নামাজ ১৩ জুলাই বাদ জোহর কসবা কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মুসল্লীসহ কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও গনমাধ্যম সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ যোগ দেন। উল্লেখ্য মৃত্যুকালে তিনি তিন পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রহী রেখে রেগেছন। ইতালীর রোমে থাকা সাংবাদিক মিনহাজ হোসেন তার কনিষ্ট পুত্র এবং অপর দুই পুত্রের মধ্যে একজন কুয়েত এবং অপরজন বাংলাদেশে বসবাস করছেন।
বাংলা কাগজের শোক
বাংলা কাগজের অন্যতম শুভাকাংখী এবং অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইতালির স্বনামধন্য সাংবাদিক মিনহাজ হোসেনের পিতা আব্দুন নূর (কুটুল) এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলা কাগজ পরিবার। বাংলা কাগজ পরিবারের পক্ষে এর চেয়ারম্যান আজাদ আবুল কালাম ও সেক্রেটারী খসরু খান স্বাক্ষরীত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোক প্রকাশ ও সমবেদনা জানানোর পাশাপাশি তারা মরহুমার রুহের মাগফেরাত ও শান্তিও কামনা করেন।
সংবাদ বিজ্ঞপ্তি