সিলেট শাবিপ্রবিতে ষষ্ঠ দিনেও বিক্ষোভ, ভিসির পদত্যাগের দাবিতে অটল শিক্ষার্থীরা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে আবারো জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগ না করলে কঠোর আন্দোলন কমসূচী শুরু করারও ঘোষণা দিয়েছেন তারা।
গত বৃহস্পতিবার থেকে বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে শাবিপ্রবি শিক্ষার্থীরা। বেগম সিরাজুন নেসা ছাত্রী হলের প্রভোস্টের পদত্যাগ পরবর্তীতে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার পর এই আন্দোলন এক দফা দাবিতে পরিণত হয়েছে।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের খোঁজ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সোমবার (১৭ জানুয়ারি) রাতে তারা প্রতিনিধি পাঠিয়ে শিক্ষার্থীদের খোঁজ নেন।
জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে পররাষ্ট্রমন্ত্রীর লোগো সম্বলিত গাড়ি নিয়ে তিনজন বিশ্ববিদ্যালয়ে আসেন। তাদের মধ্যে একজন নিজেকে পররাষ্ট্রমন্ত্রীর পিএ (ব্যক্তিগত সহকারী) শফিউল আলম জুয়েল বলে পরিচয় দেন। তিনি বলেন, শাবিপ্রবির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দুঃখ প্রকাশ করেছেন। পররাষ্ট্র মন্ত্রী শাবিপ্রবি শিক্ষার্থীদের সহিংসতার পথে না যাওয়া আহ্বান জানিয়েছেন বলেও উল্লেখ করেন শফিউল আলম জুয়েল। ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সহিংসতার ঘটনায় আহত শিক্ষার্থী সজল কুন্ডের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে তার চিকিৎসার খোঁজখবর নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। শাবিপ্রবির ঘটনা দুঃখজনক উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে রাতে সজল কুন্ডুকে দেখতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে যান সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন। তার মোবাইলে আহত শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন নানক।