আমিনুল হক ওয়েছ (ম্যানচেষ্টার) : বৃহত্তর সিলেটের স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র মানুষের সহযোগিতায় ম্যানচেষ্টারের কমিউনিটির নয়টি সংগঠনের যৌথ উদ্যোগে এক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হয়েছে। ম্যানচেষ্টারের বাঙালী কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার প্রবাসী বাঙালীদের উপস্থিতিতে গত ৩ জুলাই ম্যানচেষ্টারের শাহজালাল জামে মসজিদে এই চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শ্যাডো জাস্টিস মিনিষ্টার ডঃ আফজাল খান এমপি। শাহজালাল জামে মসজিদের ইমাম মাওলানা খায়রুল হুদা খানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত চ্যারিটি ডিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেষ্টার কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলর লুৎফুর রহমান ওবিই,দারুল হাদীস লাতিফিয়া নর্থ ওয়ষ্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী,শাহজালাল মসজিদ পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ আশিক মিয়া সিজিল,সাবেক চেয়ারম্যান আলহাজ সুরাবুর রহমান,আলহাজ মান্নান খান,কাউন্সিলর রাবনাওয়াজ আকবার,কাউন্সিলর আহমদ আলী,কারী বাবুদ্দীন আহমদ প্রমুখ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট মীর গুলাম মোস্তফা,রুহুল আমিন চৌধুরী মামুন,রুহুল আমিন রুহেল,অয়েছ আহমদ কামালী,শেখ জাফর আহমদ,এনামুল হক দলা মিয়া,ঈসতিয়াক আহমদ সুমন প্রমূখ।
এসময় চ্যারিটি ডিনার আয়োজন করা নয়টি সংগঠন ম্যানচেষ্টার শাহজালাল জামে মসজিদ, ইউ ডোনেট ফাউন্ডেশন,গ্রেটার ম্যানচেষ্টার মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন,ম্যানচেস্টার আঞ্জুমানে আল ইসলাহ,বী-হাইভ ট্রাস্ট,পিপল’স ফাউন্ডেশন,ম্যানচেষ্টার মিলন গ্রুপ,শাহজালাল ইনিশিটিভ ও লতিফী হ্যান্ডসের পক্ষ থেকে চ্যারিটি ডিনারে অংশ নেওয়াদের সিলেটের বন্যাপীড়িত এলাকার অসহায় দরিদ্র মানুষদের সহযোগিতার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়। চ্যারিটি ডিনার উপলক্ষে বিভিন্ন ষ্টল, শিশু কিশোরদের জন্য বাউন্সি ক্যাসল, নানা ধরনের খেলা-ধুলা এবং পুরস্কার বিতরণীরও আয়োজন করা হয়। চ্যারিটি ডিনারে মহিলাদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। উল্লেখ্য চ্যারিটি ডিনার থেকে উত্তোলিত অর্থ দিয়ে বৃহত্তর সিলেটের বন্যায় আক্রান্ত মানুষকে জরুরী সাহায্য প্রদানের পাশাপাশি গৃহহীনদের পূনর্বাসনে গৃহ নির্মানের ব্যবস্থা করাও হবে বলে জানিয়েছেন আয়োজকরা।